শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘোষণা :

সাপাহারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

হারুনুর রশিদ,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে সড়কের দু’পাশে অবৈধ ভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার সকাল ৯টা থেকে উপজেলা সদরে অবস্থিত সড়ক ও জনপথের উদ্যেগে ও স্থানীয় প্রশাসনের আয়োজনে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এর আগে গত দুইদিন ধরে প্রশাসনের পক্ষ থেকে অবৈধ স্থাপনা নিজ দায়িত্বে তুলে নিয়ে সড়ক ও জনপথের জায়গা ফাঁকা করে দেওয়ার জন্য মাইকিংয়ের মাধ্যমে নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা অমান্য করায় প্রায় সদরের প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
আমের বানিজ্যিক রাজধানী খ্যাত সাপাহার অঞ্চলের আম বাজারে যাতে যানজটের সৃষ্টি না হয় যার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে সড়কের দু’পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে বলে জানা গেছে।
এসময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্যাহ আল মামুনের নের্তৃত্বে জেলা ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট প্রতিনিধি ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা