শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘোষণা :

ছাতকে পরিবার পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষন

 

ফজল উদ্দিন, ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতকে জাইকার সহযোগিতায় পরিবার পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষন শুরু হয়েছে। স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় গর্ভবতী মায়েদের গর্ভকালীন সেবা, প্রাতিষ্টানিক ডেলিভারি সেবা এবং প্রসব পরর্বতীসেবা ও পরিবার পরিকল্পনা যা এসডিজি লক্ষ মাত্রা অর্জনে মাতৃ মৃত্যু কমিয়ে প্রাতিষ্টানিক প্রসবের গুরুত্ব সম্পর্কে সচেতনতা মূলক প্রশিক্ষনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান। গত ২৪-০৪-২০২২ রোববার উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা চৌধুরী রাজিব মোস্তফার সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিপি বেগম। এসময় সভায় উপস্থিত ছিলেন ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি সাকির আমিন, স্বাগত বক্তব্য রাখেন জাইকার উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর দেবাশীষ রায়। অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উচ্চ মান সহকারী ও লোকনাথ আশ্রমের সভাপতি অরুণ অধিকারী,প্রশিক্ষনার্থী পরিবার পরিকল্পনা পরিদর্শক সিন্টু কুমার দাস, প্রমূখ। এ ছাড়া উপজেলার নানা স্থরের স্বাস্থ্য কর্মি গন প্রশিক্ষনে উপস্থিত ছিলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সংক্রান্ত স্থায়ী কমিটি ও জাপান ইন্টারন্যাশনাল অপারেশন এজেন্সি (জাইকা)সহযোগিতায় এবং উপজেলা পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠান টি বাস্তবায়ন করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা