বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ঘোষণা :

কৃষিপণ্যে নগদ সহায়তা পেতে প্রত্যয়নপত্র লাগবে

কৃষিপণ্যে নগদ সহায়তা পেতে এখন থেকে রপ্তানি করার আগে সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের সরেজমিন যাচাইয়ের প্রত্যয়নপত্র লাগবে। শাকসবজি, ফলমূল ও প্রত্রিক্রয়াজাত কৃষিপণ্যের নগদ সহায়তার আবেদনপত্রের সঙ্গে প্রত্যয়নপত্র সংযুক্ত করতে হবে।

সোমবার কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়।

বর্তমানে কৃষিপণ্যে ২০ শতাংশ হারে নগদ সহায়তা দেয় সরকার। নগদ সহায়তা পেতে নানা অনিয়মের খবর শোনা যায়। এ প্রেক্ষাপটে রপ্তানির আগে কাস্টমস কর্তৃপক্ষের সরেজমিন যাচাই প্রতিবেদন সংযুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ নির্দেশনা সার্কুলার জারির তারিখ তথা ১৮ এপ্রিল থেকে জাহাজি করা পণ্যের ক্ষেত্রে কার্যকর করতে বলা হয়েছে। সব পক্ষকে বিষয়টি অবহিত করতে হবে বলেও জানানো হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা