শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘোষণা :

খুলনার রূপসায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত


আজিজুল ইসলাম, খুলনা প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস রূপসা উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার সাথে পালিত হয়েছে। এ উপলক্ষে আজ ১৭ মার্চ জাতির পিতার ভাস্কর্যে সকালে পুষ্প স্থাবক অর্পন করে উপজেলা প্রশাসন, রূপসা থানা, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন। দিবসটিকে ঘিরে ৫ দিন ব্যাপি মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া খুলনা মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডের ৫০ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করে উপজেলা প্রশাসন। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার রুবাইয়া তাছনিম। বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা সংসদের খুলনা মহানগর কমান্ডার অধ্যাপক আলমগীর কবির, মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার সরদার মাহাবুবার রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজ্জাদ হোসেন, খুলনা প্রেসকাবের সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু, মুক্তিযোদ্ধা কাজী ইয়াহিয়া, খান মোঃ আলী, মোঃ আতিয়ার রহমান মোড়ল, মোঃ আবুল হোসেন, বজলুর রশিদ আজাদ, নুরুল ইসলাম মনু, মোঃ নাজিম উদ্দিন, মোঃ মনিরুল ইসলাম, মোঃ মুন্সি আইয়ুব আলী, মোঃ শেখ আলমগীর হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোরশেদুল আলম বাবু, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবিএম কামরুজ্জামান, রূপসা প্রেসক্লাবের সভাপতি এস,এম,মাহাবুবুর রহমান, সাবেক সভাপতি তরুন চক্রবত্তী বিষ্ণু । রূপসা প্রেসকাবের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেনের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা। এ সময় উপস্থিত ছিলেন রূপসা থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মানা, জেলা আ’লীগের সাবেক সদস্য আব্দুল মজিদ ফকির, কৃষি কর্মকর্তা মোঃ ফরিদুজ্জামান, মৎস্য কর্মকর্তা বাপী কুমার দাস, কৃষি সম্প্রসারন কর্মকর্তা শিউলী মজুমদার, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার মজুমদার, প্রকৌশলী এস এম ওয়াহিদুজ্জামান, পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ, আইসিটি কর্মকর্তা রেজাউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, ইউনিয়ন চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, এ্যাড. সুশীল কুমার পাল প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতে মহানগর মুক্তিযোদ্ধাদের লাল গালিচা সংবর্ধনা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা