বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
ঘোষণা :

পঞ্চপা-ব’ ছাড়াই টেস্ট খেলছে বাংলাদেশ

 

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশের ক্রিকেটে বহুল আলোচিত উপাধি ‘পঞ্চপা-ব’। মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদ- এই পাঁচ মহাতারকাকে একসঙ্গে বলা হয় পঞ্চপা-ব।

যাদের পুরোভাগে মাশরাফি বিন মুর্তজা। যদিও সম্প্রতি সাকিব আল হাসান নিজেকে পঞ্চপা-বের এক নম্বর হিসেবে দাবি করেছেন। সে যাই হোক, বাংলাদেশের ক্রিকেটের অগ্রগতিতে এই পঞ্চপা-বের ভূমিকা অনস্বীকার্য।

কালের পরিক্রমায় সেই বৃত্ত এখন ভাঙছে। রোববার থেকে শুরু হওয়া ক্রাইস্টচার্চ টেস্টে নেই পঞ্চপা-বের কোনো সদস্য। মাশরাফি তো সেই ২০০৯ সাল থেকে টেস্ট খেলেন না। মাহমুদউল্লাহ রিয়াদ আনুষ্ঠানিকভাবে টেস্ট থেকে অবসর নিয়েছেন। সাকিব আল হাসান ‘পারিবারিক কারণে’ এই সিরিজ থেকে ছুটি নিয়েছেন।

তামিম ইকবাল ইনজুরির কারণে দলের বাইরে। পঞ্চপা-বের একমাত্র সদস্য হিসেবে সফরে ছিলেন মুশফিকুর রহিম। কিন্তু তিনিও ম্যাচের আগের দিন কুঁচকির চোটে ছিটকে গেছেন। যে কারণে ক্রাইস্টচার্চ টেস্টে পঞ্চপা-বের কেউ নেই। বলতে গেলে একদম তরুণ দল নিয়ে পূর্ণশক্তির নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে টিম টাইগার।

অধিনায়ক মুমিনুল ছাড়া সিনিয়র তথা অভিজ্ঞ কোনো ক্রিকেটার এই দলে নেই। গত ১৫ বছরে এমন দৃশ্য দেখা যায়নি। ২০০৯ সালের পর থেকে অন্তত চার সিনিয়রকে একসঙ্গে দেখা যেত। এখন সবার ক্যারিয়ারই শেষের পথে। তাই সময় এসেছে তরুণদের সামনে। এভাবেই গড়ে তুলতে হবে আরও একটি প্রজন্ম, ভবিষ্যতের পঞ্চপা-ব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা