বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ঘোষণা :

কেশবপুরের মঙ্গলকোটে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর

কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নে “আসুন, বাল্যবিবাহ রোধ করি-সুস্থ্য, সুন্দর ও সাভাবিক জীবন গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গার্লস ইমপাওয়ারমেন্ট প্রোগ্রাম (জিইপি) খুলনার আয়োজনে ইউনিয়ন পর্যায়ে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক এক সেমিনার মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

শেয়ার বাংলাদেশ-জিইপি খুলনার ফিল্ড ম্যানেজার মিঃ ফ্রান্সিস দাস-এর সভাপতিত্বে ও জিইপি’র এ্যারিয়া কো-অর্ডিনেটর লিপি মল্লিক-এর পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি সচিব সজল মজুমদার, শেয়ার বাংলাদেশ জিইপি এ্যারিয়া কো-অর্ডিনেটর মিঃ শিবপদ দাস, জিইপি এ্যারিয়া কো-অর্ডিনেটর সরকার রজা রুনা, শিক্ষা কর্মকর্তা কনিকা সরকার, শিক্ষা কর্মকর্তা সজীব সরকার, মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুস সোবাহান গাজী, চুয়াডাঙ্গা-কৃষ্ণনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হাচান সরদার, পাঁচারই টিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোনতাজ উদ্দীন, আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান, কাজী আব্দুস সালাম, সমাজসেবক কনক রায়, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, কেদারপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস,এম শাহিনূর রহমান, বড়েঙ্গা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও মাগুরখালী বাজার কমিটির সভাপতি মোস্তফা কামাল লিটন, ইউপি সদস্য মোসলেম উদ্দীন গোলদার, ইউপি সদস্য আব্দুল গফুর সরদার, ইউপি সদস্য মনিরুজ্জামান বাচ্চু, ইউপি সদস্য কামরুজ্জামান বিশ্বাস, ইউপি সদস্য জহির রায়হান, ইউপি সদস্য মোসলেম উদ্দীন সরদার, ইউপি সদস্য মমতাজ খাতুন, ইউপি সদস্য আমেনা বেগম, ইউপি সদস্য নাসরিন পারভীন, ইউপি সদস্য শেখ আব্দুল বারী, ইউপি সদস্য মুত্তাহিরুল হক, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা রেজাউল খা।
অনুষ্ঠানে জিইসি কর্মকর্তারা বাল্যবিবাহের কারণ, কুফল, শাস্তি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের ভূমিকা, কাজী বা পূরোহিতদের ভূমিকা, ইমামদের ভূমিকা, শিক্ষক সমাজের ভূমিকা, ছাত্র-ছাত্রীদের ভূমিকা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা সম্পর্কে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে শেয়ার বাংলাদেশ-জিইপি খুলনার অফিস সহকারী মিথুন দাস, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, সমাজ সেবক, ইউপি দফাদার আবুল হোসেনসহ গ্রাম পুলিশগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা