মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘোষণা :

খুলনায় যথাযোগ্য মর্যাদায় চুকনগর গণহত্যা দিবস পালিত

 

মোঃ শেখ শহীদুল্লাহ্ আল আজাদ. স্টাফ রিপোর্টারঃ

খুলনায় যথাযোগ্য মর্যাদায় ২০ মে চুকনগর গণহত্যা দিবস পালিত হয়েছে। নানা কর্মসূচীর মধ্যে দিয়ে দিনব্যাপি আয়োজিত অনুষ্ঠান সমাপ্ত হয়। এ-উপলক্ষ্যে আজ ২০ মে শুক্রবার সকাল ৯ টায় জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিনব্যাপি অনুষ্ঠানের সূচনা করা হয়। চুকনগর গণহত্যা ৭১’ বধ্যভুমিতে মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। ৭১’ স্মৃতি রক্ষা পরিষদ, উপজেলা প্রশাসন, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদনে অংশ নেয়। এ লক্ষে এক আলোচনা সভায় সভাপিত্ব করেন,৭১’ স্মৃতি রক্ষা পরিষদের সভাপতি অধ্যক্ষ অবঃ বি এম শফিকুল ইসলাম। অধ্যক্ষ মনিরুল ইসলাম ব্রাউনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ এমপি। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক আইজিপি সানাউল হক,’৭৩ এর ডাকসু সাধারণ সম্পাদক মাহবুব জামান, ইঞ্জিনিয়ার ফয়েজি,সংগঠক আমরা একাত্তর আজিজুল হক মনি উদীচী যশোর এবং উপজেলা অফিসার শরীফ আসিফ রহমান, খুলনা মহানগর আওয়ামীলীগ সহ-সভাপতি শ্যামল সিংহ রায়। এ সময় উপস্থিত ছিলেন, খুলনা জেলা অতিরিক্ত পুলিশ সুপার বি সার্কেল মোঃ মুস্তাফিজুর রহমান, থানা ওসি শেখ কনি মিয়া, বীর মুক্তি যোদ্ধা শেখ আবুল কালাম মহিউদ্দীন প্রমুখ।
এর আগে বেলা সোয়া ১১ টায় ভদ্রা নদীতে লক্ষাধিক গোলাপের পাপড়ী ছিটিয়ে সেদিনের নিহত শহীদের বিশেষভাবে স্মরণ করা হয়। বিকেল ৫ টায় বধ্যভূমিতে উদীচী যশোর এর পরিচালনায় সাউন্ড এন্ড লাইট শো এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রসংগত ১৯৭১ সালের এইদিনে পাকিস্তানি বাহিনীর বুলেটে ১০ হাজার এর বেশি নিরিহ মানুষকে সেদিন নৃশংসভাবে হত্যা করা হয়েছিলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা