বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ঘোষণা :

ধেয়ে আসছে ভারত মহাসাগরে সৃষ্টি হতে যাওয়া লঘুচাপ ঘূর্ণিঝড় ‘অশনি’

 

তরিকুল ইসলাম
সাতক্ষীরা জেলা প্রতিনিধি

বাংলাদেশের উপকূলে ধেয়ে আসছে ভারত মহাসাগরে সৃষ্টি হতে যাওয়া লঘুচাপ ঘূর্ণিঝড় ‘অশনি’। এটি বাংলাদেশের সাতক্ষীরা জেলায় আঘাত হানতে পারে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান জানান, ভারত মহাসাগরের আন্দামান দ্বীপপুঞ্জের কাছে সৃষ্ট সাইক্লোন এ মাসেই লঘুচাপে রুপান্তরিত হতে পারে। আশঙ্কা আগামী ১১ মে ঘূর্ণিঝড়টি উত্তর-পূর্ব দিকে ভারতের উড়িষ্যা, পশ্চিম বাংলা হয়ে সাতক্ষীরা জেলায় আঘাত হানতে পারে।

ঘূর্ণিঝড়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আছে কিনা জানতে চাইলে মন্ত্রী জানান, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অবহিত করা এবং গভীর নিম্নচাপ সৃষ্টি হলে সেল্টার সেন্টারগুলো প্রস্তুত করতে হবে। এটি মোকাবিলায় আমাদের সেই ক্যাপাসিটি আছে এবং প্রস্তুতি আছে। আশা করি আমরা সুন্দরভাবে এটি মোকাবিলা করতে পারব।

পূর্বপ্রস্তুতি হিসেবে বৃহস্পতিবার (৫ মে) সচিবালয়ে আলোচনায় বসে দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। তাদের দাবি, দেশে ১৪ হাজারের বেশি আশ্রয়কেন্দ্র প্রস্তুত আছে। সেখানে ২৪ লাখ মানুষ আশ্রয় নিতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা