শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘোষণা :

তালা উপজেলায় বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

 

বিশেষ প্রতিনিধি

সাতক্ষীরার, তালা উপজেলায় বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে তালার মাহান্দি গ্রামে মিলনায়তনে বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের এর আয়োজনে ও কস্প্যাশন ইন্টারন্যাশনাল অর্থায়নে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

মায়া রাণী বিশ্বাস এর সঞ্চালনায়,
অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন, তালা থানার উপ-পরিদর্শক এসআই ইমন হাসান। তিনি বলেন

নারীর মর্যাদা প্রতিষ্ঠায় বাংলাদেশের সংবিধানে নারী ও পুরুষের সম-অধিকারের বিধান রয়েছে। নারীর অধিকার রক্ষায় ও নারী নির্যাতন প্রতিরোধে প্রণীত হয়েছে একের পর এক আইন। তবু বেড়ে চলেছে নারী নির্যাতন। কিন্তু নির্যাতন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। নির্যাতনের হার ক্রমেই বেড়ে চলেছে।

একজন শিক্ষিত মা কখনোই তার সন্তানকে বাল্যবিবাহ দিবেন না। সেজন্য নারী শিক্ষার হার বৃদ্ধি, বাল্য বিবাহের কুফল সম্পর্কে অভিভাবকদের সচেতন করার কোন বিকল্প নেই আপনারা সবাই সতর্কতার সাথে অবলম্বন করবেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ম্যাকনিল ফুলিয়া, জেনি হালদার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা