শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘোষণা :

কেশবপুরে ভাসমান বেডে সবজি চাষের উপর মাঠদিবস অনুষ্ঠিত

 

কেশবপুর প্রতিনিধি

কেশবপুরে ভাসমান বেডে সবজি ও মশলা চাষ গবেষণা সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্পের মাঠ দিবস পৌর এলাকার বায়সা মোড়ে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দবিরউদ্দীন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ঋতুরাজ সরকার। উপসহকারি কৃষি কর্মকর্তা দ্বিপজয় বিশ্বাসের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মুনীর হোসেন, পৌরসভার কাউন্সিলর জিএম কবীর হোসেন ও উপসহকারী কৃষি অফিসার নাজমুল হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি অফিসার আব্দুর রশিদ। অন্যদের মধ্যে ভাসমান বেডে সবজি আবাদে অভিজ্ঞতা ব্যক্ত করে বক্তব্য দেন চাষী মাহাবুর রহমান, আব্দুর রশিদ প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ভাসমান বেডে সবজি আবাদ সম্প্রসারণের লক্ষ্যে উপজেলা কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে। নদ-নদী বা পতিত জমিতে শেওলা পঁচিয়ে ধাপ তৈরি করে তার ওপর হরেক রকমের বিষমুক্ত সবজি আবাদ করা যায়। এতে পরিবারের চাহিদা মিটিয়েও অবশিষ্ট সবজি বাজারে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হওয়া যায়। পর্যায়ক্রমে এ আবাদ উপজেলা ব্যাপী ছড়িয়ে দেয়ার পরিকল্পনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা