বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘোষণা :

সেই ভাইরাল ছবি ব্যাবহার করে কলকাতা পুলিশের সতর্ক বার্তা

অনলাইন ডেক্সঃ

বাংলাদেশের নিউজিল্যান্ড সফরে মুমিনুল হক ও কাইল জেমিসনের একটি ছবি বেশ ভাইরাল হয়েছিল। সেই ছবিতে দেখা যায়, মাউন্ট মঙ্গানুই টেস্টে বাংলাদেশের উইকেট ফেলতে ব্যর্থ ৬ ফুট ৮ ইঞ্চি উচ্চতার জেমিসন হতাশ হয়ে দূর দিগন্তে তাকিয়ে আছেন, আর ৫ ফুট ৩ ইঞ্চি উচ্চতার মুমিনুল তাকিয়ে আছেন জেমিসনের দিকে। মুমিনুল-জেমিসনের এই আলোচিত ছবি এবার বিজ্ঞাপনের কাজে ব্যবহার করল কলকাতা পুলিশ। সেখানের পুলিশ বাহিনী ছবিটি ব্যবহার করেছে মূলত করোনা নিয়ে সতর্কতা প্রদানে। সামাজিক যোগাযোগমাধ্যমে কলকাতা পুলিশের দেওয়া পোস্টে লেখা হয়েছে, ‘মাস্ক পর কলকাতাবাসী, নিরাপদ থাক।’ এখানে রূপক অর্থে জেমিসনকে দেখানো হয়েছে করোনার তৃতীয় ঢেউ হিসেবে, আর মুমিনুলকে দেখানো হয়েছে মাস্ক না পরা কলকাতাবাসী হিসেবে।উল্লেখ্য, ভারতসহ বিশ্বজুড়ে আবারও শুরু হয়েছে প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব। এই ভাইরাসে আবারও হু হু বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩১ লাখ ৭৫ হাজার ৫৪৮ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ৭ হাজার ২৯৯ জনের। এ নিয়ে বিশ্বে শুক্রবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত করোনায় আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ৩২ কোটি ৮ লাখ ৫৬ হাজার ৮১১ জন এবং মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ লাখ ৩৮ হাজার ৭৬৬জন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা