শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘোষণা :

অভয়নগরে মাদক ব্যবসায়ীদের কবলে যুবসমাজ, পুলিশ প্রশাসন নিরব।।

মোঃ কামাল হোসেন,বিশেষ প্রতিনিধিঃ

যশোরের অভয়নগর উপজেলার বিভিন্ন অঞ্চলে মাদক ব্যবসায়ীদের কবলে যুবসমাজ। পুলিশ প্রশাসন নিরব ভূমিকায়। বন্ধ হচ্ছে না মাদক বিক্রি, সরেজমিনে দেখা যায়, নওয়াপাড়া পৌর ৪/৫ নং ওয়ার্ডের বউবাজার লুৎফরের চা দোকান নামক স্থানে প্রতিদিন সন্ধ্যা হলেয়,গাঁজা ইয়াবা প্রকাশ্য বেচা বিক্রি হচ্ছে। এতে করে ধ্বংস হচ্ছে যুবসমাজ। এসব মাদক সেবীরা উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে মটর বাইকে করে এসে হাতে হাতে মাদক কিনে ওখান থেকে চলে যায়। স্থানীয় ব্যক্তিরা কিছু বলতে গেলেয় মাদক ব্যবসায়ী সংঘবদ্ধ চক্র তেড়ে আসে মারপিট করারও হুমকি দেয়। যে জন্য ভয়ে কেউ কিছু বলেনা, স্থানীয় কয়েকজন বলেন, এরকম অবস্থা চলতে থাকলে আমাদের উঠতি বয়সী যুবকদের ধ্বংস হতে হবে। আমরা অনেক চিন্তায় আছি ছেলে মেয়েদের নিয়ে এ অঞ্চলে বসবাস করায় দায় হয়ে গেছে। উপজেলার যে সব হটস্পটে পরিনত হয়েছে মাদক ব্যবসা এসব অঞ্চল হলো। হিদিয়া,গোপীনাথপুর,শংকরপাশা,দেয়াপাড়া,রঙ্গারহাট,মধুরাপুর,চেংগুটিয়া,ভাংগাগেট,মশারহাটি,ধোপাদি পৌর ৯নং ওয়ার্ড রাজঘাটসহ প্রত্যন্ত গ্রাম অঞ্চলে মাদকের ভয়াবহতা দিন দিন বৃদ্ধির ফলে একদিকে ধ্বংস হচ্ছে যুবক যুবতী অন্যদিকে অভিভাবক গণ আছে চরম বিপাকে। উপজেলা সব স্থানে মাদক ব্যবসা এখন ওপেন সিক্রেট হয়ে গেছে বিভিন্ন মোড়ে মোড়ে চলছে প্রকাশ্য মাদকের ছড়াছড়ি। সুন্দরী নারীরা ঝুকে পড়ছে এই মাদক ব্যবসা ও সেবনে। উপজেলার নওয়াপাড়া পৌর ৪নং ওয়ার্ডের ভাড়াটিয়া লাবনী বেগমের সাথে কথা হলে তিনি জানান, মরন নেশা ইয়াবায় আসক্ত হয়ে পড়েছি। এই নেশা ছাড়তেও পারবোনা, এরকম অনেক নারী আছে যারা মাদকের সাথে জড়িয়ে আছে। কেউ প্রকাশ্য বিক্রি করছে। অনেকের সাথে কথা বলে জানা যায়, এসব মাদক ব্যবসায়ীরা স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে এসব মাদক ব্যবসা করছে। যার জন্য বন্ধ হচ্ছেনা। যুবসমাজ ধ্বংস হওয়া মরন নেশা মাদক ব্যবসা। মাদকের ছোবলে উপজেলা কয়েকটি পরিবার বিপদগ্রস্থ হয়ে পড়েছে। বুইকরা গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক একজন পিতা জানান, আমার ছেলে মাদক সেবি, তাকে মাদকের টাকা না দিতে পারায় আমাকে সহ স্রীকে মারপিট করে এবং কয়কদফা বাড়ির মালামাল ভাংচুর করে। আমি অনেকবার স্থানীয় থানা পুলিশের কাছে ছেলের বিরুদ্ধে অভিযোগ করেও কোন প্রতিকার পায়নি। উল্টো পুলিশ বলে মাদক আপনি কিনে ছেলের পকেটে রেখে দিয়ে খবর দেবেন আমরা আটক করবো তা ছাড়া আমরা কিছু করতে পারবোনা। কোথাও ছেলের বিরুদ্ধে অভিযোগ করেও কোন বিচার না পেয়ে এখন নিরবে ছেলের অত্যচার মেনে নিচ্ছি। উল্লেখ্য
গত বছরে প্রশাসনের পক্ষ থেকে মাদক ব্যবসায়ীদের সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে সুযোগ দেওয়া হলে ২ সেপ্টেম্ব ৪.৫.ও ৬ নং ওয়ার্ড বিট পুলিশিং -২ কার্যালয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শামিম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের উপস্থিতে বিট পুলিশিং-২ এর দায়িত্বে থাকা এস আই শাহ আলমের সার্বিক প্রচেষ্টায় ড্রাইভার পাড়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী মৃত নুর ইসলামের পুত্র মোহাম্মদ(২৫), ওহিদুল (৩৪), মহাসিন মোল্লার পুত্র সাজু (২৮),
মাসুদের স্ত্রী রেকসোনা বেগম(৩৫), মাছ বাজার এলাকার খালেকের পুত্র শান্টু(৩৫), খোকনের পুত্র মাছুম(৩৩), মাদক ব্যবসা ছাড়ার অঙ্গিকারে মুচলেকা দেন।
তবে উপরোক্ত মাদক ব্যবসায়ীরা মুচলেকা দিলেও থেমে নেই ওই এলাকার মাদক ব্যবসা।
প্রশাসনকে বিষয়টা অবহিত করলেও প্রশাসনের কোন প্রতিক্রিয়া নেই বলে অভিযোগ অনেকের।
এবিষয়ে অভয়নগর থানার এসআই শাহ আলম বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যহত আছে। যতদূর সম্ভব মাদক ব্যবসায়ীদের আটকের চেষ্টা করে চলেছি। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কোন ছাড় দেবনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা