শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘোষণা :

অভয়নগরে চোর আতংকে মানুষ

 

মোঃ কামাল হোসেন,বিশেষ প্রতিনিধি

যশোরের অভয়নগর উপজেলায় বিভিন্ন স্থানে গেলো কয়েকদিনে চুরির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এর আগে এলাকার কয়েকটি বাড়ি থেকে নগদ অর্থসহ স্বর্ণালংকার চুরি হয়েছে। অব্যাহত এই চুরির ঘটনায় উৎকণ্ঠায় রয়েছে এলাকাবাসী। স্থানীয়দের দাবি উপজেলার শ্রীধরপুর ইউনিয়নে পাথালিয়া একটা পুলিশ ক্যাম্প থাকলেও দেয়াপাড়া গ্রামে প্রতি নিয়ত ঘটছে চুরির ঘটনা বিভিন্ন বাড়ির গ্রীল কেটে বাড়ির সবাইকে অচেতন করে ঘটছে এসব চুরির ঘটনা। নিরব দর্শকের ভূমিকায় রয়েছে পুলিশ প্রশাসন। এলাকার দেয়াপাড়া গ্রামের আরিফ মোল্লা জানিয়েছেন, গত ১০ নভেম্বর রাতে বাড়ির সবাইকে অচেতন করে নগদ ৩লাখ টাকা ও স্বর্ণসহ মোট পাঁচলাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায় চোর চক্র। সকালে এলাকাবাসী আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে, এব্যাপারে থানায় অভিযোগ করেও এখনো কোন সুরাহা হয়নি। এর আগে চোর চক্র একই গ্রামে রফিকুল নামের এক বাড়ির জানালা ভেঙ্গে প্রাই আড়াই লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। গ্রামের রাজ্জাক শেষ নামে এক ভ্যান চালক জানান, আমার একটা ভ্যান ওই ভ্যান গাড়ি চালিয়ে আমার সংসার চলে, গত কয়েকদিন আগে কবি গানের অনুষ্টান থেকে কে বা কারা আমার ভ্যান গাড়িটা চুরি করে নিয়ে যায়, এখন আমি খুবই মানবেতর জীবন কাটাচ্ছি। গত কিছুদিন আগে নওয়াপাড়া পৌর ২ নং ওয়ার্ডের নওয়াপাড়া পাঁচকবর এলাকায় পর পর দুই বাড়িতে জানালার গ্রীল কেটে অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে, নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে যায়। এলাকার সাধারণ অনেক মানুষের দাবি এভাবে প্রতিনিয়ত চুরি ডাকাতি বৃদ্ধির ফলে চরম আতংকে দিন যাপন করতে হচ্ছে। পুলিশ প্রশাসন এসব চুরি ডাকাতির কার্যকরি পদক্ষেপ না নিলে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। সচেতন মহলের দাবি এসব চুরি ডাকাতি বন্ধ করতে চুরির সাথে যারা জড়িত তদন্ত করে, অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসনের আসু হস্তখেপ কামনা করেছেন। এবিষয়ে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) একেএম শামীম হাসান দৈনিক খবর চিত্রকে বলেন, সব অভিযোগের তদন্ত চলছে,এবং বেশ কিছু অপরাধী ইতিমধ্যে পার্শবর্তী থানা গুলোতে আটক হয়েছে। আমরা তাদেরকে আমার থানায় চুরি হওয়া মামলা গুলোতে সোনএরেস্টের আবেদন করেছি, সকল বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা