শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘোষণা :

কেশবপুরের সাবেক এমপি মাওলানা সাক্ষাওয়াত হোসেনের নামাজে জানাজায় মানুষের ঢল \ দাফন সম্পন্ন

নুরুজ্জামান , কেশবপুর প্রতিনিধি :
কেশবপুরে জামায়াতের সাবেক এমপি মাওলানা সাক্ষাওয়াত হোসেনের নামাজে জানাজায় মানুষের ঢলনেমে ছিলো। হিজলডাঙ্গা শহীদ ফ্লাইট লেঃ মাসুদ মেমোরিয়াল কলেজের সামনে তাঁর দাফন সম্পন্ন করা হয়েছে।
মাওলানা সাক্ষাওয়াত হোসেন যুদ্ধাপরাধী মামলায় ২০১৫ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রায়বুনালে তাকে মৃত্যু দন্ডপ্রাপ্ত হয়ে ঢাকা কনডেম সেলের ছিলেন। শনিবার রাতে অসুস্থ্যতার কারণে হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯ টা ১৫ মিনিটে তাঁর মৃত্যু হয়েছে। সোমবার ভোরে লাশবাহী এ্যাম্বুলেন্সে তাঁর লাশ কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাটী ইউনিয়নের হিজলডাঙ্গা গ্রামে নিয়ে আসার পারে মানুষের ঢল নামে। কোনো প্রচার প্রচারণা ছাড়ায় মুখে মুখে খবর পেয়ে তাঁকে এক নজর দেখার জন্য হাজার হাজার মানুষের ভীড় বাড়তে থাকে। মানুষের উপচে পড়া ভীড় ঠেকাতে তড়িঘড়ি করে প্রশাসনের নির্দেশ মতে হিজলডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ময়দানে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাজা নামাজের ইমামতি করেন অধ্যক্ষ (অবঃ) মাওলানা আফসার উদ্দিন। জানাজা নামাজ শেষে হিজলডাঙ্গা শহীদ ফ্লাইট লেঃ মাসুদ মেমোরিয়াল কলেজের সামনে তাঁর দাফন সম্পন্ন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা