বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ঘোষণা :

কৈশোর বান্ধব স্বাস্থ্য কেন্দ্রের মান উন্নয়নে দ্বি বার্ষিক পরামর্শ সভা অনুষ্ঠিত

শুভেচ্ছা টিভির প্রতিবেদন।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের জেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে জেলা পরিবার পরিকলপনা কার্যালয়ের সভাকক্ষে দাতা সহযোগী সুইডিস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (সিডা) অর্থায়নে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরী সহযোগিতায় পরিত্রাণ ওয়াই মুভস্ প্রকল্পের আওতায় যশোরের সাঁগরদাড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবার মান উন্নয়নের লক্ষ্যে দ্বি-বার্ষিক পরামর্শ সভা গতকাল অনুষ্ঠিত হয়। পরামর্শ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শবনম মমতাজ রোজী, উপপরিচালক, পরিবার পরিকলপনা কার্যালয় যশোর। দ্বি- বার্ষিক পরামর্শ সভায় প্রোগ্রমটির লক্ষ্য, উদ্দেশ্য সহ সাঁগরদাড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবার মান উন্নয়নের সেবা গ্রহীতা এবং সেবা প্রদানকারীর মতামত এবং প্রাপ্তিতা নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশানের মাধ্যমে স্কোরিং তুলে ধরে উপস্থিত অতিথিদের বক্তব্য এবং সুনিদিষ্ট মতামত প্রত্যাশা করেন পরিত্রাণের কর্মকর্তা উজ্জল কুমার দাস। এছাড়াও এ কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা কেন্দ্র গুলোর সেবার মান উন্নয়ন করা, সেবা সমুহে কিশোর কিশোরীদের অভিগম্যতা বৃদ্ধি করা এবং কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবার কেন্দ্রগুলো সরকার বৃদ্ধির প্রয়োজনীয়তার অণুধাবনের গুরুত্ব তুলে ধরেন পরিত্রাণ এর কর্মসুচি সহকারী পরিচালক রবিউল ইসলাম। পরামর্শ সভায় উপস্থিত জেলা পর্যায়ে অতিথিরা স্কোর কার্ডের উপরে তাদের বক্তব্য এবং মতামত উপস্থাপন করে বলেন কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা কেন্দ্র গুলোর সেবার মান উন্নয়ন করতে হলে আন্তজার্তিক সংস্থা সমুহের ইতিবাচক উদ্যোগ, সরকারের পৃষ্ঠপোষকতার জোরালো নজরদারি, স্থানীয় এনজিওদের নেটওয়ার্ক বৃদ্ধি করা, তৃণমুল মানুষের কাছে কেন্দ্রটির গুরুত্ব সন্বন্ধে প্রচার প্রসারের আনার কিছু যুগান্তকারীর পরামর্শ দেন। অতিথিদের মদ্যে উপস্থিত ছিলেন আলিফ নুর, সহকারী পরিচালক, ডা, মো: আসাদুজ্জামান, জেলা কনসালটেন্ট, পরিবার পরিকলপনা কার্যালয় যশোর, দীপংকর দাস রতন, সদস্য বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ, কেন্দ্রীয কমিটি, প্রণব দাস দৈনিক যশোর প্রতিনিধি, ডা, চন্দ্রশেখর কুন্ডু এম ও (এমসিএইচ-এফপি) কেশবপুর, আবদুস সাত্তার, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, কেশবপুর, বিশ^নাথ আইচ, এফপিআই, ফিরোজ কবির, এসএসিএমও সাঁগরদাড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, কেশবপুর, এফডব্লিউভি নাসরিন সুলতানা, তপন দাস, সাধালন সম্পাদক, বাংলাদেশ দলিত পরিষদ, খুলনা বিভাগ, সুমন দাস, স্বেচ্ছাসেবক পরিত্রাণ, যশোর। পরামর্শ সভাটি সঞ্চালনা করেন ওয়াই মুভস প্রকল্পের প্রজেক্ট অফিসার উজ্জ্বল কুমার দাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা