শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘোষণা :

সবুজ স্টাফ রিপোর্টারঃ

যশোরের কুয়াদা বাজারে গভীর রাতে তিন দোকানে নগদঅর্থসহ প্রায় ৬ লাখ টাকার স্বর্ণালংকার চুরি সংঘটিত হয়েছে।
এ নিয়ে ব্যবসায়িদের মাঝে চরম চুরি আতংকে বিরাজ করছে।
রোববার গভীর রাতে কুয়াদা বাজারে তিন দোকানে এ দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, যশোর সদরের কুয়াদা বাজারে মেইন রোড় সংলগ্ন মা মনি জুয়েলার্সের দোকান থেকে নগদ ১১ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণ, ৩০০ ভরি রোপা, ও ঢাকুরিয়া রোডে অবস্থিত কুন্ডু ষ্টোর নামের মুদি থেকে নগদ ৭৭ হাজার টাকা ২ টি স্বর্ণের আংটি, ১ জোড়া স্বর্ণের বালা, ১ টি স্মাট ফোন চুরি সংঘটিত হয়। এ ছাড়াও একই বাজারে ভোজগাতী রোডে খান ট্রেডার্স হতে ওই রাতে নগদ ১১ হাজার টাকা চুরি করে নির্বিঘ্নে পালিয়ে যায় সংবদ্ধ চোরচক্র। পরেরদিন সোমবার সকালে এ চুরির ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়লে বাজারের দোকানিরা তাদের দোকান বন্ধ করে বিক্ষোভ সমাবেশ করেন। খরব পেয়ে কোতয়ালী মডেল থানার এস আই মাইদুল ও মনিরামপুর থানার এস আই আঃ রাজ্জাকসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে বাজার কমিটির নেতৃবৃন্দ,দোকানি এবং নৈশ্য প্রহরীদের নিয়ে সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানায় বৈঠকের আহবান জানান।
এ বিষয়ে কুয়াদা বাজার ব্যাবসায়ী কমিটির সাধারণ সম্পাদক জিএম অহিদুজ্জামান বাচ্চু জানিয়েছন,এলাকার কিছু চিহ্নিত নেশাখোর, মাদকসেবিরা মাদকের টাকা যোগার করতে বাজের এমন বড় ধরনের চুরি সংঘঠিত করেছে।
এ বিষয়ে ভুক্তভোগীরাসহ এলাকার সচেতনমহল প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা