শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘোষণা :

যশোর জেলা বেনাপোলে ভবের বের গ্রামের সুদের টাকার জন্য সাদা স্ট্যাম্পে সই ছেলে নিখোঁজ ৬ বৎসর

বিশেষ প্রতিনিধি

বেনাপোলে সুদের টাকার জন্য সন্তানকে গুম ও নিজের বসতভিটা জোর পূর্বক দখল করে ঘর নির্মান করেছে বিল্লাল বাহিনীর নামের এক সুূদখোর(দাদন ব্যাবসায়ী) ও তার সহোদরদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে এক বৃদ্ধা নারী এবং তার পুত্রবধু মজীনা এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।

ঘটনাটি ঘটেছে বেনাপোল পৌর এলাকার ভবের বের গ্রামে

জানাগেছে,বেনাপোল ভবের বের এলাকার মৃত হাসমত ব্যাপারীর ছেলে আকবর হোসেন গত ৮ বছর আগে তার বাবার চিকিৎসার জন্য প্রয়োজনে একই এলাকার শেখ মান্দার বক্সের ছেলে সুদখোর(দাদন ব্যবসায়ী) বিল্লালের কাছ থেকে ছয় লাখ টাকা সুদে নিয়েছিলো।এই টাকার সুদ লাভের টাকা আকবরের কাছ থেকে প্রতি মাসে নিয়ে নিতো সুদখোর বিল্লাল।এর এক পর্যায়ে আকবর ছয় লাখ টাকার পুরাটা শোধ করে দিতে চাইলে তখন সুদে আসলে অনেক টাকা দাবি করে বসেছিলো সুদখোর বিল্লালও হাশেম হঠ্যাৎ একদিন বিল্লাল ও তার সহদর হাসেম,বাবু ও জিয়া টাকার হিসাব করবে বলে আকবরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।সেই থেকে আকবর আজও বাড়ি ফেরেনি। এখনো প্রায় ছয় বছর নিখোঁজ আছে আকবর।

আকবরের বৃদ্ধা মা আকবরের স্ত্রী মজীনা কান্নাজড়িত কন্ঠে বলেন,আমার সন্তান আকবরকে ঐ সুদখোর বিল্লাল ও তার ভাইয়েরা আটকে রেখে একদিন আমাকে ফোনে ডেকে একটি সাদা কাগজে সই করে নিয়েছিলো।তারা বলেছিল সই করলে তোর ছেলেকে ছেড়ে দেব। আমি সই করি দিয়েছিলাম। কিন্তুু আমার ছেলে আজ ও বাড়ি আসেনি।আমি কতবার ওদের কাছে আমার ছেলের খোঁজ চাইছি ওরা বলে সে আছে সময় মতো চলে আসবে।আসবে আসবে করছে এই ছয় বছর ধরে কিন্তুু আজও আমার সোনা বাড়ি এলোনা।আমার একটা নাতি ও একটা নাতনি সব সময় কান্নাকাটি করে বলে দাদি যেকোন উপায়ে আমার বাবাকে এনে দাও তুমি তখন গিয়ে আমি বিল্লালকে বলি বিল্লাল তুমি যেকোন উপায়ে আমার ছেলেকে আমার বুকে ফিরে এনে দাও এখন সেই সুদের টাকার জন্য আমার বসতভিটা দখল করে নিয়ে সেখানে ঘর নির্মান করছে সুদখোর বিল্লাল ও তার ভাইয়েরা।আমার ছেলের কাছে ওরা পাবে ছয় লাখ টাকা আর আমার স্বামীর কিনা এ বসতভিটা ৬ কাটা যার দাম প্রায় ত্রিশ লাখ টাকা। আমি বেনাপোল পোর্ট থানায় অভিযোগ করিয়াছিলাম কিন্তুু পুলিশ আমাকে সাহায্য করিনি।আমি আমার ছেলেকে ফেরত চাই এবং আইনপ্রয়োগকারী কাছে সঠিক বিচার চাই।

আকবরের স্ত্রী মর্জিনা জানান,আমার স্বামীকে বিল্লাল ও তার ভাইয়েরা ডেকে নিয়ে গিয়েছিলো সেই থেকে আমার স্বামী আর ফিরে আসেনি।আমার ছেলে মেয়ে ও বৃদ্ধা শাশুড়ীকে নিয়ে অনেক কষ্ট করে গত ছয় বছর যাবত জীবনযাপন করছি।এখন আমার শশুরের বসতভিটা টা ও বিল্লাল ও তার ভাইয়েরা মিলে জোর পূর্বক দখল করে নিয়ে ঘর নির্মান করেছেআর প্রতিদিন হুমকি দিচ্ছেন তোমরা বাড়ি ছেড়ে চলে যাও না হলে তোমাদেরকে ঘাড় ধরে বের করে দেওয়া হবে আমি আমার ছোট ছেলে মেয়ে ও বৃদ্ধা শাশুড়ীকে নিয়ে কোথায় থাকবো।আমি এ অন্যায়ের বিচার চাই এবং আমার স্বামীকে ফেরত চাই।আমি যাতে সঠিক বিচার পাই এ জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

এ ব্যাপারে অভিযুক্ত বিল্লালের কাছে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে তিনি জানান,আমি আকবারের কাছ থেকে ১৫ লক্ষ টাকা দিয়ে ওই জমি ক্রয় করে কবলা দলিল করে নিয়েছি।পুলিশ তদন্ত শেষে আমার পক্ষে রায় দিয়ে ঘর করার অনুমতি দিয়েছে।

বেনাপোল পোর্ট থানান উপপরিদর্শক এসআই রোকনুজ্জামান জানান,আকবরের মায়ের অভিযোগের ভিত্তিতে আমি ঘটনাস্থলে যাই এবং দুই পক্ষকে থানায় আসার কথা বলি ১৫/০৭/২০২১ তারিখে বিল্লাল ও হাশেম তারা বিচারে হাতের নাই। ।বিল্লাল জমিটা ক্রয় করেছে এই মর্মে আমাকে একটি কবলা দলিল দেখিয়েছিলো এবং আকবরের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলিয়ে দিয়েছিলো এবং আকবর আমার কাছে বলছেন আমি বাধ্যতামূলক লিখে দিতে বাইদ্য হয়েছি আমার উপর অনেক জুলুম অত্যাচার হয়েছে আমি সহ্য করতে না পেরে সাদা স্ট্যাম্পে সই দিয়েছি স্ট্যাম্পে কিছু লেখা ছিল না। আমি বিল্লাল হাসেন কে আরও বলেছিলাম এই বাড়ি সাংবাদিক নজরুল ইসলামের কাছে ৪ লক্ষ টাকার বিনিময় বন্ধ আছে কাশেম এবং বিল্লাল আমাকে বলেছে সেটা আমরা দেখবো।তুমি তাড়াতাড়ি সই করে বাড়ি চলে যাও। সই করার পর বাড়িতে আসা হলো না মা ছেলে মেয়ে বউ এখনো অপেক্ষায় আছেন আমার বাবা বাড়ি আসবে।

বেনাপোল ইউপি চেয়ারম্যান বজলুর রহমান জানান,বিষয়টি আমি শুনেছি। আমি বাজার কমিটির সকলের সাথে কথা বলেছি।যাহাতে বৃদ্ধা মা ও আকবরের অসহায় স্ত্রী সঠিক বিচার পাই এবং আকবরকে ফেরত পাওয়া যায় তার জন্য আমরা বসে মিমাংসার চেষ্টা করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা