মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘোষণা :

শুভেচ্ছা টিভি নিউজ ডেস্কঃ

করোনা ভাইরাসের তান্ডবে যশোরে জেলায় চলছে কঠোর লকডাউন। নিম্ন আয়ের মানুষের ঘরে বসে থাকায় ব্যবসা-বাণিজ্য স্থাবির হয়ে পড়েছে। করোনার সংক্রমণ ঠেকাতে সবকিছু বন্ধ করে বাড়িতে থাকতে বাধ্য করা হচ্ছে তাদের। এমন পরিস্থিতিতে কিছু এনজিও কিস্তি আদায় করছে। এমনকি চাপ প্রয়োগও করছে।  সেটা নজরে আসায় ক্ষুদ্র ঋণ গ্রহীতাদের মধ্যে কিছুটা স্বস্তি দিয়েছে যশোরের প্রশাসন। জেলা প্রশাসকের পক্ষথেকে এনজিও প্রতিষ্ঠানগুলোকে এ মুহুর্তে কিস্তির টাকা আদায়ে নিষেধাজ্ঞা জারি করেছেন। বৃহস্পতিবার অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) রফিকুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়েছে । বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যশোরে করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর হার অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে। করোনা প্রতিরোধে যশোরে কঠোর বিধি নিষেধ আরোপ করা হয়েছে। ফলে শ্রমজীবি, কৃষক, ভ্যান চালক, চায়ের দোকান সহ বিভিন্ন পেশার নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষেরা ঋণের কিস্তি প্রদানে অসমর্থ হয়ে পড়েছে। এমতাবস্তায় যশোর জেলার সকল এনজিও প্রতিষ্ঠান প্রধানকে ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় কার্যক্রম সাময়িক বন্ধ রাখার অনুরোধ করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা